ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

খুবির সাবেক শিক্ষার্থী পপি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৪, ১৬:৪৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী সাবেকুন নাহার পপিকে শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. আনিসুর রহমান, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের অধ্যাপক মো. সানাউল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সাইফুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পপির অপরাধ ছিল যে সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল, আর প্রায়ই সে অসুস্থ থাকত। শ্বশুর বাড়ির লোকেরা তার কন্যা সন্তান এবং অসুস্থতার জন্য তাকে দোষারোপ করত। এ ছাড়া যৌতুকের জন্যও কয়েকবার মারধরের শিকার হয়েছে সে। বর্তমান সময়ে এসে এ ধরনের হত্যাকাণ্ড অকল্পনীয়। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

উল্লেখ্য, গত সোমবার (২৬ আগস্ট) সাবিকুন্নাহার পপিকে নির্মমভাবে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠে। জানা যায়, প্রথমে ঘুমের মধ্যে তার হাতের আঙুল ভেঙে দেওয়া হয়। পরে গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ