ঐতিহ্যবাহী শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোতালিব হোসেন। এ নিয়ে ৪র্থ বারের মতো তিনি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে শিক্ষকরা ভোট দেন। এরপর বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গৌতম রায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক এএমএম মেহেদী হাসান, কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. ফকরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোসাম্মৎ আকলিমাতুন নাছরিন।
এ ছাড়া অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তাহমিনা ইসলাম। সহযোগী অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. আছমা আক্তার বেলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক একেএম ফজলুল হক এবং প্রভাষক প্রতিনিধি ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ তরীকুল ইসলাম।
নয়া শতাব্দী/টিএ/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ