ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

ডি-৮ ইউনিভার্সিটির সঙ্গে শাবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

বহুপাক্ষিক সহযোগিতা, আন্তর্জাতিক বৈজ্ঞানিক বিষয়ে জোর আরোপ ও ছাত্র বিনিময় প্রোগ্রাম বৃদ্ধি করার লক্ষ্যে ইরানের ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ভার্চুয়ালি এ স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারক স্বাক্ষরকালে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আচার্য অধ্যাপক আব্বাস আফখামি।

শাবিপ্রবির পক্ষ থেকে ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন প্রমুখ।

এসময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় আজ ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। যা আমাদের পারস্পরিক সহযোগিতা এবং গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য বড় একটি প্ল্যাটফর্মের ভূমিকা পালন করবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ