ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ইবি উপাচার্যের দুর্নীতি তদন্তে ক্যাম্পাসে ইউজিসি প্রতিনিধি দল

প্রকাশনার সময়: ২২ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি তদন্তে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল।

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তারা ক্যাম্পাসে আসে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তারা উপাচার্যের সভা কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ বিভিন্ন দফতর প্রধানদের সাথে কথা বলছেন।

এর আগে, উপাচার্যের দুর্নীতি তদন্তে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবু তাহেরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করতে সোমবার তারা ক্যাম্পাসে আসেন।

তদন্ত কমিটির অন্যরা হলেন- সদস্য-সচিব ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ইউসুফ আলী খান ও সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ