ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

পদ্মায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর তীরবর্তী উজানচর ইউনিয়নের চর কর্ণেশন ও দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর ছাত্তার মেম্বার পাড়া এলাকায় সরকারি খাস ও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি ও বালি তুলে বিক্রি করছে প্রভাবশালী একটি গ্রুপ।

এতে ফসিল জমি নষ্ট হওয়ার পাশাপাশি মাটিভর্তি ভারি ট্রাক চলাচলে নষ্ট হচ্ছে মাঠের বহু ফসলের ক্ষেত ও দৌলতদিয়ার আক্কাছ আলী হাইস্কুলের পাশ দিয়ে যাওয়া চরবাসীর যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। এরমধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙন ঝুঁকিতে পড়েছে দুটি গ্রাম।

এছাড়া অনবরত ট্রাক চলাচলের কারণে সৃষ্ট প্রচণ্ড ধুলোবালিতে রাস্তার পাশের বাসিন্দাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু মাটি-বালি কাটার চক্রটি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় নদীপাড়ের বাসিন্দা ও কৃষকরা ভয়ে মুখ খুলতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় এক মাস ধরে প্রতিদিন সকাল থেকে শুরু করে সারারাত চর হতে ট্রাকে করে মাটি-বালি আনার কার্যক্রম চলছে। এতে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মাটি কাটার সাথে জড়িতদের দাবি প্রশাসনের অনুমোদন না থাকলেও সকলকে ম্যানেজ করেই এ মাটি ও বালু উত্তোলন করছেন।

সেলিম হোসেন নামের এক কৃষক জানান, চরে তিনি ৫ বিঘা ভুট্টা চাষ করেছেন। তার ক্ষেতের পাশ দিয়ে ড্রেজারের পাইপ গেছে। মাঝে মধ্যে পাইপ ফেঁটে গিয়ে বালিযুক্ত পানি ক্ষেতের মধ্যে ভেসে যায়। এতে ক্ষেতের ক্ষতি হচ্ছে। তবে কিছু বলার উপায় নেই।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, স্থানীয় জিলাল মোল্লা নামের একজন চিহ্নিত মাটি ব্যবসায়ী বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকে সাথে নিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি-বালি তোলার এ কাজটি করছেন।

এ ছাড়া জাহিদ বিশ্বাস নামের অপর এক ব্যক্তি নদীর তীর ঘেঁষে অনুরুপভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি তুলছেন। উত্তোলিত বালু তিনি পাইপযোগে নিরাপদ স্থানে স্তুপ করে বিক্রি করছেন।

আলাপকালে জিলাল মোল্লা ও জাহিদ বিশ্বাস জানান, তাদের সাথে এলাকার আরো ১৮/২০ জড়িত আছে। এতে প্রশাসনের কোন অনুমতি নেই। তারা দাবি করেন, এই জমি ব্যক্তিমালিকানাধীন। তাদের টাকা দিয়েই বালি তোলা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান জানান, চর এলাকা থেকে মাটি ও বালি উত্তোলনের বিষয়ে প্রশাসন কাউকে কোন অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া কেউ এ কাজ করলে তা অবৈধ। খোঁজ নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেব।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ