ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে বিষ প্রয়োগ, আড়াই লাখ টাকার ক্ষতি

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৪, ২১:৩৬

রাজবাড়ীর গোয়ালন্দে এক নারীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাষির প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির নাম মোছা. বিউটি বেগম (৪৪)। তিনি স্থানীয় সিরাজুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় বিউটি বুধবার (২৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি একই গ্রামের মৃত খোরশেদ শেখের ছেলে জহিরুল ইসলামকে (৪৩) অভিযুক্ত করেছেন।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত মাছচাষি বিউটি বেগম বলেন, প্রতিবেশী জহিরুলের সাথে পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। ২৪ নভেম্বর তার সাথে আমার কথা কাটাকাটি হয়। তখন সে হুমকি দিয়ে বলে এবার তোর পুকুরের মাছ খাওয়ার সাধ মিটাইয়া দেব। এরপর ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে পুকুরে অনেক মাছ মরে ভেসে থাকতে দেখি। এতে বুঝতে পারি জহিরুল রাতে পুকুরে বিষ দিয়ে মেরে ফেলেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম ফোনে বলেন, আমি এলাকায় থাকি না। বিউটি বেগম আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এ বিষয়ে কিছুই জানি না।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ