ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গফরগাঁওয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৪, ১৯:০৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ নভেম্বর) দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী।

গত শনিবার রাতে উপজেলার রাওনা ইউনিয়নের ভাষা শহীদ জব্বার সড়কে এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা জসিম উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জসিম উদ্দিনের স্ত্রী মানছুরা বেগম, স্বজন সজীব, ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, আসাদুল সরকার প্রমুখ।

মানছুরা বেগম বলেন, ফকরুল, জাকারিয়া, আলামিন, শাহীন, বাবু স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা আমার স্বামীকে কুপিয়ে জখম করে। সে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানাচ্ছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ