ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৪৬

নাটোরের গুরুদাসপুরে অজ্ঞাত যানবাহনের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫)। একই এলাকার মৃত জয়েন প্রাং এর ছেলে শাহ আলম (৪৭)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মরদেহ পড়ে আছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারেনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ