ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

প্রকাশনার সময়: ২২ নভেম্বর ২০২৪, ২১:০০

পটুয়াখালীর কুয়াকাটার মৎস্য মার্কেটে এবার ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি রুপালি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে। এদিন রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামে ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি কিনেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ চড়া দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫'শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন।

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় সাইজের মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয়ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি সময়ে কিছু কিছু জায়গা থেকে এমন সুখবর আসছে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ