সাভারের আশুলিয়ায় গিলডান বিডি লি. সহ সকল কারখানায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে মানবন্ধন করেছেন শ্রমিকরা।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও শাখার সহ-সভাপতি শাহ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সারোয়ার হোসেন, আল-কামরান,মো.কবির হোসেন,আব্দুল হালিম খান, সালেক মিয়া, মল্লিকা জামান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের দুর্নাম করতে এবং চাপে রাখতেই গার্মেন্টস মালিরা অপচেষ্টা চালাচ্ছে। ফলে শ্রমিকদের ওপর নির্যাতন চালাচ্ছে। এসময় বক্তারা শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধে ড.মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন।
শ্রমিক নেতারা বলেন, আশির দশকে হাতেগোনা গার্মেন্টস কারখানা দিয়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের শুরু। আজ এই শিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। দেশের মোট রপ্তানির ৮৪% পূরণ করে গার্মেন্টস শিল্প। অথচ আমরা ইদানিং দেখছি প্রায় প্রতিদিনই কোন না কোন গার্মেন্টস এলাকায় শ্রমিকেরা রাস্তায় নামছে, রাস্তা অবরোধ করছে- যা ফলাও করে প্রচার হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে। প্রায় সকল স্থানেই শ্রমিকদের এই অবরোধের কারণ বেতন ভাতা পরিশোধ না করা। এতে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম নষ্ট হচ্ছে, রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৬%।
বক্তারা আরো বলেন, গত কয়েকদিন থেকে আশুলিয়ার গিলভান বিডি লি. কারখানা কর্তৃপক্ষ দফা দফায় কোন কারণ ছাড়াই শ্রমিকদের বেআইনিভাবে চাকরিচ্যুত করে আসছে। এমনকি এই শ্রমিকেরা যাতে অন্য কোথায় চাকরি করতে না পারে সে জন্য তাদের কালো তালিকাভুক্ত করছে। যা বাংলাদেশ শ্রম আইন মোতাবেক অসৎ শ্রম আচরণ ও মানবাধিকার লঙ্গন। কারখানা কর্তৃপক্ষ এই শ্রমিকদেরকে প্রশাসন ও এলাকার মাস্তান দিয়েও প্রাণ নাশের হুমকি দিচ্ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে গিলডান বিডি লি. সহ এ সকল খারাপ মালিকদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত, গ্রেপ্তার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার দাবি জানান শ্রমিক নেতারা। একই সাথে বেআইনিভাবে চাকরিচ্যুত শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ