ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নারায়ণগঞ্জে সেচ্ছাসেবক দলের সমাবেশ

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৪, ২৩:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে সেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৯ নভেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভা সংলগ্ন বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খান, যুবদল নেতা শাহীন মিয়া, সেচ্ছসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। খুব শীঘ্রই এ সকল মামলা বর্তমান অন্তর্বতী সরকার প্রত্যাহার করবে। অল্প সময়ের মধ্যে তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন। দেশে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে।

আরো বলেন, বিগত সরকারে আমলে চাঁদাবাজির কারনে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেনি। এখন থেকে এদেশে কোন চাঁদাবাজ, সন্ত্রাসের ঠাঁই নাই। কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করলে তাকে ছাড় দেয়া হবে না।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ