ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

যুবদল নেতা ও যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৪, ২০:৪১

জামালপুরের বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু এবং উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের ২ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ রেকর্ডটি ভাইরাল হয়। এনিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অডিও রেকর্ডে যুব মহিলা লীগ নেত্রীকে মামলার চার্জশিট থেকে নাম কাটার কথা বলেতে শোনা যায়। অপরপ্রান্ত থেকে যুবদল নেতা লাভলুকে বলতে শোনা যায়, ‘যখন সময় হবে তখন আমি নাম কেটে দিমুনি, আমাকে বলবেন। একপর্যায়ে যুবদল নেতা ওই যুব মহিলা লীগ নেত্রীর ঠিকাদারি কাজ নিজে করার প্রস্তাবও দেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু বলেন, আমার কাছে ফোন দিয়েছিল আমি কাটিয়ে যাওয়ার জন্য ওই কথা বলেছি। চার্জশিট কবে দিবো সেটা তো বলতে পারবো না।

যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান জহুরা বেগমের মোবাইলে একাধিক বার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর বলেন, অডিও রেকর্ড ভাইরালের বিষয়টি আমি জেনেছি। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা যুবদলের সদস্য সচিব সজিব খান বলেন, অডিও রেকর্ডের বিষয়ে শুনেছি যদি এটা সঠিক হয়ে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ