ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

তাড়াশে আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষক লাভবান

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাটি শস্য ভান্ডার হিসা‌বে প‌রি‌চিত। এই উপ‌জেলায় আগাম জা‌তের রোপা আমন ধান কাটা শুরু হ‌য়ে‌ছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে। তারা ধান কেটে মারাই করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বছর বোনা ও রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কারণ চলনবিল এলাকায় বর্ষা মৌসুমে জমিতে প্রচুর পরিমাণে পলি পড়ে জমি উর্বর হয়। ফলে আমন ধানের বাম্পার ফলন হয়, এবারও তাই হয়েছে। উপজেলার ৮‌টি ইউনিয়ন ও ১‌টি পৌরসভার উচু এলাকায় রোপা আমন ধান ও নিচু এলাকায় বোনা আমন ধানের চাষাবাদ করেন কৃষকেরা।

আরও জানা যায়, উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ২৫ হাজার ২৫০ হেক্টর। গত বছর রোপা আমন ধা‌নের আবাদ হয়েছিল ১৩ হাজার ৮৯০ হেক্টর জমিতে। এ বছর আবাদ হয়েছে ১৩ হাজার ৯১০ হেক্টর জমি‌তে।

কৃষি অফিস জানায়, উপজেলায় এ বছর হাইব্রিড ১১০০ জাত, ৪ জাত, ৬ জাত, এরাইস ৭০০৬ জাত, বিআর-২২, ব্রি ৩৪, ৩৬, ৩৯, ৪৯, ৫১, ৫২,৭৫, ৮৭, ৯০, ৯৩, ৯৫, বিনা ধান ৭,১৭, ২২ ও স্বর্ণা জাতের ধানের আবাদ হয়েছে।

বারুহাস ইউনিয়নের রানী‌দিঘী গ্রামের কৃষক গোলাম রব্বানী বলেন, গতবার বোরো মৌসুমে ৮ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এবারে ৮ বিঘা জমিতে রোপা ধান চাষ করেছি। চলতি বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ১৪ মণ থেকে ১৫ মণ ধান পাওয়া যাচ্ছে। আশা কর‌ছি দামটাও ভা‌লো পাব।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলায় আগাম রোপা আমন ধান কাটা শুরু হ‌য়ে‌ছে। আগাম ধান কেটে কৃষকরা ওই জমিতে সরিষা রোপণ করতে পারবেন। শুরুতে ধানের দাম বেশি থাকায় তারা আর্থিকভাবেও লাভবান হবেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ