ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে জিলাপিতে রং মেশানো ও পলিথিন রাখায় ৩ জনকে জরিমানা

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ২০:২০

টাঙ্গাইলে জিলাপিতে রং মেশানো এবং অবৈধভাবে পলিথিন রাখায় ৩ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বরুহা বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত এবং মির্জাপুর উপজেলায় গোড়াই বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, জেলার মিজাপুর উপজেলায় গোড়াই বাজারে একটি খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরিতে রং মেশানো হচ্ছে। এ ছাড়াও দোকানে মূল্য তালিকাসহ সরকারি কোন আইনের তোয়াক্কা না করে ব্যাবসা পরিচালনা করছেন। যার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, সদর উপজেলায় বরুহা বাজারে সেভেন ব্রাদাস থেকে ৪৮ কেজি পলিথিন জব্দসহ ৩ হাজার টাকা, একই বাজারে ফাহিম স্টোর থেকে ১২ কেজি পলিথিন জব্দসহ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও বাজারের কয়েকটি দোকানের মালিকদের নিষিদ্ধ পলিথিন যাতে না ব্যবহার করে সে বিয়য়ে সর্তক করা হয়েছে।

অভিযানে টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সজিব কুমার ঘোস ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য আবু জুবায়ের উজ্জলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ