ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত ২

প্রকাশনার সময়: ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২৭

নেত্রকোনার কলমাকান্দায় কৃষি জমিতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। একই সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামের ফকির বাড়ির সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ফকির (৫২), একই গ্রামের ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (২৫)। আহত ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)।

আত্মীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির পেছনে দুইজন শ্রমিকসহ জমিতে সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল। পরে দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এতে তিনজনেই মারাত্মক আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রফিকুল ইসলামের চাচাতো ভাই মিঠু ভূইয়া জানান, সকালে বাড়ির পাশের জমিতে সেচ পাম্পের কাজ করতে যায়। বিদ্যুৎ না থাকায় বিদ্যুতের তার পাম্পে সংযোগ দিচ্ছিল হঠাৎ বিদ্যুৎ চলে আসায় প্রথমে রফিকুল আহত হয়। পরে তার কর্মচারীরা তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।

রায়হান ইসলাম ফকির জানান, বিদ্যুৎপৃষ্ট হওয়ার খবর শুনে তিনজনকে নিয়ে সদর হাসপাতালে আসি। পরে ডাক্তার দুইজনকে মৃত ঘোষণা করেন, আর একজনকে ময়মনসিংহ পাঠিয়েছি। সুমন মিয়া আজকেই প্রথমবার কাজে গিয়েছিল। আর আজকেই মারা গেল ছেলেটা।

নেত্রকোনা সদর মডেল থানার এস আই শাহজালাল খান জানান, ওয়ারলেসের মাধ্যমে খবর পেয়েছি যে সদর হাসপাতালে বিদ্যুৎপৃষ্ট তিনজনকে নিয়ে আসা হয়েছে। পরে হাসপাতালে এসে দুইজনকে মৃত অবস্থায় পাই এবং একজনকে ময়মনসিংহ রেফার্ড করা হয়েছে।

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ