ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১৩:০৫

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজা সংলগ্ন সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার পার্শ্ববর্তী সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এসকান্দার মাদবরের ছেলে ছায়েম।

পদ্মা দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা দক্ষিণ থানা এলাকার টোলপ্লাজার পাশ্ববর্তী শেখ রাসেল সেনানিবাস সড়কে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেলে চালক ও আরোহীসহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যায়। অপর আরোহী সায়েম মাদবরকে হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।

ওসি নকিব আকরাম হোসেন বলেন, দুইটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের পক্ষ থেকে নিহতদের দাফনের আবেদন করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ