ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

গফরগাঁওয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে সেনাবাহিনী

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২৪, ১৬:৩১

দুর্গাপূজা উপলক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মেজর আবদুল্লাহ আল শরীফ।

সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মঙ্গলবার দিনে ও রাতে এসব মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মের নেতাদের সাথে কথা বলেন তিনি। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

গফরগাঁও ক্যাম্পের দায়িত্বরত মেজর আবদুল্লাহ আল শরীফ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজা নির্বিঘ্নে এবং উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকবে।

অন্য সব ধর্মাবলম্বীর সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহ্বান জানান মেজর শরীফ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ