ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২৪, ১৮:০৮

কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাঙচুরের ঘটনায় জড়িত রাকিবুল হাসান তুষার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রবিবার (০৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল নধার এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটককৃত রাকিবুল হাসান তুষার সদর উপজেলার যশোদল নধার এলাকার আবু বকর সিদ্দিক ধনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত (৪ অক্টোবর) হোসেনপুর পৌর এলাকার হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম (আ.) সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিওগ্রাফি ভাংচুরের চেষ্টা চলায়। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ কাজে জড়িত যুবক মো. রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ