সুনামগঞ্জের তাহিরপুর থেকে ৩০০ বস্তা ডিএপি সার পাচারের ঘটনায় বীজ ডিলার হাফিজুর রহমানসহ তিনজনের নামে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে এ ঘটনায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলম।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিকালে তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের বিসিআইসির সার ডিলার হাফিজুর রহমান ট্রাকভর্তি ৩০০ বস্তা ডিএপি সার চুরাইপথে পাচারকালে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নস্থ নির্বাচন অফিসের সামনে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ট্রাক ও সারসহ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পাগলাখানাই গ্রামের আলী হোসেনের ছেলে ট্রাকচালক আবুল কালাম আজাদ (৩২) ও চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা উপজেলার তিওরবিল গ্রামের মৃত তয়ব আলীর ছেলে হেল্পার জুয়েল মিয়া (২২)। অন্য আসামি বিসিআইসির সার ডিলার হাফিজুর রহমান পলাতক রয়েছেন।
বিশ্বম্ভরপুর থানা অফিসার ইনচার্জ মো. কাওছার আলম বলেন, স্থানীয় সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ বস্তা সারসহ দুজনকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ