ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

৭৫ লাখ টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯

চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে ৭৫ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপংকর ঘোষ উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি ছেংগারচর শাখায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ব্যাংকের ছেংগারচর বাজার শাখা ব্যবস্থাপক মো. ইউসুফ মিয়া গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করে।

মামলা সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক পিএলসির ছেংগারচর বাজার শাখার ক্যাশিয়ার দীপংকর ঘোষ গত ২৯ আগস্ট বিভিন্ন বাহানায় ব্যাংকে হাজির না হলে ব্যাংকের ভোল্ট খোলা সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংকে তার অনুপস্থিতি সন্দেহজনক হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া।

এর আগে, রোববার উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ভল্ট খোলা হয়। এসময় ৭৫ লক্ষ ২০ হাজার টাকা কম পাওয়া যায়। পরে থানায় মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক।

পুলিশ জানায়, ক্যাশিয়ার দীপংকর ঘোষ ও অজ্ঞাত নামা আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাশিয়ার দীপংকর ঘোষ।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ