ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

সঞ্জয় পাল গ্রেপ্তারের নিন্দা ও দীপ্তর চিকিৎসার অভাবে মৃত্যুর বিচার দাবি

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সঞ্জয় পাল জয়ের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বন্ধুবান্ধব ও স্বজনরা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের গানাসাস মার্কেট সামনে গাইবান্ধাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনটি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন, দীপ্তর বোন মোছা মোরজিনা আক্তার, সহপাঠী মো বাধন, শাওন, শিথিল, নিবির ও শ্রাবণসহ অনেকে।

বক্তারা বলেন, চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতায় দীর্ঘ ৮ ঘণ্টা হাসপাতালের বেডে অক্সিজেনের অভাবে ধুঁকে ধুঁকে মারা গেছেন দীপ্ত।তার হত্যার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি ও দীপ্তর সহপাঠীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে তারা আরও জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলার সঙ্গে জড়িত ঘটনায় সঞ্জয় পাল জয়ের গ্রেপ্তরের তিব্র নিন্দা ও তার মুক্তি দাবি করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ