ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

আন্দোলনে নিহতদের স্মরণে রূপগঞ্জ দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২৪, ২২:৫৪

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার সাওঘাট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধানসহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিয়োজিত ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল পূর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে ছাত্রসমাজ দেশের সাধারণ মানুষকে শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করেছে। এখন থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে ছাত্রসমাজ ও জনসাধারণকে সাথে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ