ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, যুবদলের ২ কর্মী নিহত

প্রকাশনার সময়: ০৭ আগস্ট ২০২৪, ১৯:১২

ময়মনসিংহ গফরগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে পৌরশহরের নতুনবাজার মেক্সিস্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের কর্মী জসিম উদ্দিনের (৩৪) সাথে সুমন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সুমন গ্রুপের লোকজন জসিমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এরপর জসিমের মরদেহ নিয়ে পৌর এলাকায় হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে যুবদল কর্মী তুসার, আবদুল হামিদ, মাহবুব, সুবল চন্দ্র মোদক গুরুতর আহত হয়েছেন। এদিকে ঘটনার পর পরেই বেশ কিছু বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অপরদিকে, গত মঙ্গলবার রাতে পৌর এলাকার কাচারী রোড রেলক্রসিং এলাকায় বুকে ছুরিকাঘাত করে সবুজ আকন্দ নামের এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটে।

জানা যায়, সবুজ আকন্দ মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকায় ঘুরতে গেলে গফরগাও পৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সভাপতি মেহেদি কাজী তার বুকে ছুরিকাঘাত করে। পরে মুমুর্ষ অবস্থায় সবুজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ