ঢাকা, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

নানা বাড়ি যাওয়া হলো না শিমুর

প্রকাশনার সময়: ১১ জুন ২০২৪, ২০:০৮

ময়মনসিয়ংহের গফরগাঁওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে সুমাইয়া আক্তার শিমু (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিখলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমু মশাখালী ইউনিয়নের মুখি গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। সে স্থানীয় মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণিতে পড়তো।

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্কুলছাত্রী সুমাইয়া আক্তার শিমু বাসুটিয়া গ্রামে তার নানা আব্দুল মজিদ মাষ্টারের বাড়ি বেড়াতে যাচ্ছিল। পথে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, সুমাইয়া আক্তার নানা বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু পথেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি খুবই কষ্টদায়ক।

গফরগাঁও রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ