ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মহররম ১৪৪৬

প্রধানমন্ত্রীর উপহার, নতুন ঘরে ঈদ করবেন ২০ পরিবার

প্রকাশনার সময়: ১১ জুন ২০২৪, ১৪:৪৯

কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরে ঈদ করবেন ২০টি পরিবার।

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মানুষকে দুই শতক জমিসহ এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে দুই শতক জমিসহ এসব ঘর হস্তান্তর করেন।

জমিসহ নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সাহেরা বেগম নামে একজন উপকারভোগী বলেন, আমার জায়গা জমি ছিল না। পরের বাড়িতে কাজ করি, অনেক কষ্ট করেছি। এখন মা হাসিনা জায়গা দিয়েছেন। ঘর দিয়েছেন। আমি তাতে অনেক খুশি। তার জন্য দোয়া করি। আমাদের মতো গরিবদের পাশে যেন তিনি সারাজীবন থাকতে পারেন। আমাদের চোখের পানি যেন মুছে যায়।

অনুষ্ঠানে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিগণ, সুধীজন, সাংবাদিকবৃন্দ ও ঘর উপহার পাওয়া সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ