সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৪, ২০:৩৮

লক্ষ্মীপুরের রায়পুরে সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রোববার (২৬ মে) বিকেলে পৌর শহরের ফারুকীয়া মাদ্রাসার সামনে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংকে কাজ করতে নেমে এই দুর্ঘটনার শিকার হন তারা।

খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে দুর্ঘটনার শিকার শ্রমিকদের উদ্ধার করেন।

নিহতরা হচ্ছেন- খোরশেদ আলমের ছেলে কাদের হোসেন (২১) ও জাকির হোসেনের ছেলে রবিন হোসেন (২৮)। আহত যুবকের নাম সাকিব হোসেন (২৩) বলে জানা গেছে।

নিহত কাদেরের ছোট ভাই টুটুল বলেন, ঠিকাদার সোহেল ঝুঁকি জেনেও তাদেরকে নির্মাণাধীন সেফটি ট্যাংকে নামিয়েছেন। যার কারণে আমার ভাই নিহত হয়েছেন। আমরা এর সঠিক বিচার চাই।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, ঘটনার পর খবর পেয়ে তারা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে।

অভিযুক্ত ঠিকাদার সোহেলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ