ঢাকা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আবু বক্কর

প্রকাশনার সময়: ০৩ এপ্রিল ২০২৪, ২০:১৬ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ২০:১৮

লালমনিরহাট জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে মো. আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছে। তার প্রতীক ছিল মোবাইল ফোন। চেয়ারম্যান প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীকে ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়।

বুধবার (৩ এপ্রিল) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. লুৎফুল কবীর সরকার তার কার্যালয়ে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। এরআগে, উপনির্বাচনের ৬টি কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মহিলা এমপি অ্যাড. মোছা. সফুরা বেগম কাপ-পিরিচ প্রতীকে ২৭৩ ভোট পেয়েছেন। এছাড়াও মোটরসাইকেল প্রতীকে মো. মমতাজ আলী ৫৮টি, চশমা প্রতীকে মো. আশরাফ হোসেন বাদল ৭টি, আনারস প্রতীকে মো. নজরুল হক পাটোয়ারী ভোলা ০ (শূন্য) ভোট পেয়েছেন।

লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে মো. আবু বক্কর সিদ্দিক মোবাইল ফোন প্রতীকে জয়লাভ করায় সমর্থকরা আনন্দিত ও উচ্ছ্বসিত। এ বিজয় আওয়ামী লীগের তারুণ্যের বিজয় বলে জনসাধারণ মনে করছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ