ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাভারে গাড়ির আগুনে নিহত বেড়ে দুই

আশঙ্কাজনক আরো চার
প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১২:১৮

সাভারে তেলের লরি উল্টে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে। হাসপাতালে ভর্তি আটজনের মধ্যে আরো চারজন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়। মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন ধরে হতাহতের এ ঘটনা ঘটেছে। আগুনে মহাসড়কের ওপরেই পুড়ে নিহত হন এক ট্রাক শ্রমিক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন। তার নাম মো. নজরুল (৪৫), বাড়ি ময়মনসিংহ। আটজনকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হেলাল ও সাবিক নামের দুজনের অবস্থা খুবই গুরুতর। তাদের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। আর শ্বাসনালী পুড়ে যাওয়ায় ১০ বছরের শিশু মিম ও মিলন মোল্লাও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। মিলনের ৪৫ শতাংশ ও মিমের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া বাকিদের ৫ থেকে ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে যায়। তেল ছড়িয়ে পড়ায় মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করে আগুন।

এ সময় আশপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

পাঁচ গাড়িতে আগুনের ঘটনায় দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পরে সকাল আটটার পরে মহাসড়কটিতে যান চলাচল শুরু হয়।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ