ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত আকিব 

প্রকাশনার সময়: ২২ মার্চ ২০২৪, ১১:৪৯

সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র সৈয়দপুর হাড়ীকোণা মৃত আখলুছ মিয়া ও সপ্না বেগমের ছেলে আকিব মিয়া (১২) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন থেকে অসুস্থ রয়েছেন। অসহায় ও এতিম পরিবারের সন্তান আকিবকে তার আত্মীয়-স্বজনের আর্থিক সহযোগিতায় সিলেট এবং ঢাকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে।

অসুস্থ আকিব গত কয়েকদিন পূর্বে তার আত্মীয়স্বজনকে নিয়ে সৈয়দপুর আলিয়া মাদরাসায় এসে সকল শিক্ষকদের সামনে কেঁদে কেঁদে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে আকুতি জানান। এতিম শিশু আকিবের কথা শুনে উপস্থিত সকলের চোখে পানি চলে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ফারজানা রহমানকে একটি প্রাইভেট হাসপাতালে আকিবকে দেখানো হয়েছে। ডাক্তার তাকে ঢাকার কোনো একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে এবং কমপক্ষে দুই-তিন মাস বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে পর্যবেক্ষণে রাখতে পরামর্শ দেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতীয়মান হয় যে, আকিবের উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই দেশ-বিদেশের সকল মানবিক ও দানবীরদের প্রতি আকুল আবেদন, আসুন; আমরা সকলে মিলে আকিবকে বাঁচাতে তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে আসি।

হাসপাতালের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এমতাবস্থায় তার পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করতে পারছেন না। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য তার মা সমাজের বিত্তবান ব্যক্তি ও সংস্থার কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা :বিকাশ নম্বর-যোগাযোগ ০১৭৩৭-৪৭৩৪১২ (মা-সপ্না বেগম) ০১৭২২-৩৮০৯৪১ (চাচা-মিজান মিয়া)

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ