ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ভুট্টা ক্ষেতে মিলল ‘সোর্স’ ফজলুর মরদেহ

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

চুয়াডাঙ্গার জীবননগরে ভুট্টা ক্ষেত থেকে ফজলু (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফজলু সন্তোষপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পোল ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ফজলুর স্ত্রী শিরিনা জানান, ফজলু পেশায় একজন ভ্যানচালক। সকালে মাঠে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে পুলিশ সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের ভাষ্য মতে, ফজলু এলাকার সন্তোষপুর পোল ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি দায়িত্বশীল একটি প্রশাসানের সোর্স হিসাবেও কাজ করতেন।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন আল আজাদ জানান, মনোহরপুর গ্রামের খালপাড়ের ভুট্টা ক্ষেতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওমর ফারুক পরীক্ষা-নিরিক্ষা করে তাক মৃত ঘোষণা করেন।

মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। এছাড়াও তার সাথে কারো কোনো শক্রতা ছিল কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ