ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

মাটির গর্তে মিলল শিক্ষকের মরদেহ, আটক ৩

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪২

টাঙ্গাইলের ভূঞাপুরে মাটির গর্ত থেকে আব্দুল হক (৫৫) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সার পলশিয়া ভাবীর বালু ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল হক সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পলশিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে একই গ্রামের জয়নব বেগম ফোন করে ডেকে নেয় আব্দুল হককে। পাওনা টাকা দেওয়ার কথা বলেই তাকে ডাকা হয়। রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেয় আব্দুল হকের স্ত্রী আয়শা খাতুন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামতো জয়নবের বাড়িতে যায়। তারপর বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে রাখা আব্দুল হকের মরদেহ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলো- সার পলশিয়া গ্রামের ফারুক, জয়নব ও তার স্বামী আব্দুল বারেক।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ