ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৫

টাঙ্গাইলের ধনবাড়ীতে যানজট নিরসনের লক্ষ্যে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা।

এ সময় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিং দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী এই ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ধনবাড়ী বাসস্ট্যান্ডে অবৈধ পার্কিংয়ে থাকা বিনিময় পরিবহনের দুটি বাসকে দুই হাজার টাকা, চাঁপাইনবাবগঞ্জের বিসমিল্লাহ পরিবহনের একটি বাসকে দুই হাজার টাকা, তেরটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে তের’শ টাকা ও একটি অটোভ্যানকে পঞ্চাশ টাকাসহ মোট পাঁচ হাজার তিনশত পঞ্চাশ টাকা জরিমা করা হয়। দন্ডবিধি ১৮৬০ ধারার আইনে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা জানান, জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান আরো জোরদার করা হবে।

নয়াশতাব্দী/টিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ