ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

নির্বাচনী প্রচারণা করায় শিক্ষক বরখাস্ত

প্রকাশনার সময়: ০৪ জানুয়ারি ২০২৪, ২১:০৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ২১:২৮

চাঁদপুর-১ কচুয়া আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা ইয়াসমিন মেহের এর স্বাক্ষরিত আদেশে এ শিক্ষককে বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন সুলতানা।

বরখাস্ত মো. ওমর খৈয়াম বাগদাদী কচুয়া উপজেলা সদর ৬০নং কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অফিস আদেশ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। যা সরকারি কর্মচারী আচার-আচরণ পরিপন্থী। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(ই) ও ৩(খ) অনুযায়ী অভিযুক্ত করা হয়। একই বিধিমালা বিধি ১২ (১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযুক্ত শিক্ষক মো. ওমর খৈয়াম বাগদাদী বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ