মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশনার সময়: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৯

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মরণেই এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে বিএনপি।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়।

এতে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরদিন ১৫ তারিখ গণতন্ত্র দিবস উপলক্ষ্যে সারাদেশে সমাবেশও করা হবে। ঢাকা ছাড়া সকল বিভাগীয় শহরে এদিন র‍্যালিও করা হবে। অবশ্য ঢাকায় ১৫ তারিখের সমাবেশের স্থান এখনও ঠিক করা হয়নি।

বিএনপির এ নেতা আরও জানান, গণতন্ত্র উদ্ধারে কাজ করবে বিএনপি। গণতন্ত্র যেন আগামী দিনে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, তা বাস্তবায়নে সচেষ্ট থাকবে তার দল। আনসার ও শ্রমিকদের দিয়ে আন্দোলন করিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ