ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

গুম কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৪, ২৩:২৫

২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত গুমের ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং জবাবদিহির আওতায় আনতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সব ধরনের সহায়তার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ বিষয়ে কমিশনের যা কিছু প্রয়োজন তা প্রদান করা করা হবে।

শনিবার (৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে কয়েকজন উপদেষ্টা ও কমিশনের সদস্যদের সাথে বৈঠকে এ কথা বলেন ড. ইউনূস।

কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৬০০টির মতো অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৪০০টি অভিযোগ যাচাই-বাছাই করা হয়েছে। তা ছাড়া ১৪০ জন অভিযোগকারীর সাক্ষাৎকারও নেয়া হয়েছে।

এ সময় কমিশনের সদস্যরা বলেন, গুমের সংখ্যা কমপক্ষে সাড়ে তিন হাজারের মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই কারাগারে রয়েছেন। আবার কেউ কেউ মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। অনেককে গ্রেফতার দেখানোর পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়েছিল। গুমের শিকার কিছু ব্যক্তি ভারতের কারাগারে বন্দী রয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে এখনও অনেকে কমিশনে আসছেন না। এসব গুমের নির্দেশদাতা ও এর সাথে জড়িতদের চিহ্নিত তদন্ত চলছে বলেও জানান তারা।

গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার স্থানটি সংরক্ষণ ও সেখান থেকে আলামত সংগ্রহের জন্য সরকারের সহায়তা প্রয়োজন। এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা ও সম্ভব হলে পাসপোর্ট বাতিলের অনুরোধ জানান সদস্যরা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কমিশন থেকে অভিযুক্তদের তালিকা পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রয়োজনে কমিশনের মেয়াদ দুই বছর বাড়াবে সরকার। ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় আইনি ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় আদেশ জারি করা হবে।

বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ, এম সাখাওয়াত হোসেন, সালেহউদ্দিন আহমেদ, নুরজাহান বেগম, আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আবদুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ ও প্রধান উপদেষ্টার মুখ্য প্রেস সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ