নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে সারাদেশে চলা কর্মবিরতি আগামী বৃহস্পতিবার (৩ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় ঢাকা নার্সিং কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মো. শরীফুল ইসলাম।
এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন নার্সরা। দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। দাবি দ্রুত সময়ে না মানলে আগামী দুই দিনও কর্মবিরতির ঘোষণা দেন তারা।
কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলোর জরুরি বিভাগ এবং আইসিইউ ও সিসিইউর মতো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। তবে সব ওয়ার্ডে ইমার্জেন্সি স্কোয়াড রাখার দাবি করলেও এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে কোনো নার্সের দেখা মেলেনি। এসময় নার্সিং সেবা না পাওয়া রোগীদের চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ