ঢাকা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে শিগগিরই

প্রকাশনার সময়: ০৯ আগস্ট ২০২৪, ১৯:৪৯

ভারতীয় ভিসা সেন্টারের (আইভিএসি) কার্যক্রম শিগগিরই সীমিত পরিসরে শুরু হবে বলে জানা গেছে। ভিসার জন্য আবেদন করা ব্যক্তিদের মধ্যে যাদের পাসপোর্ট আটকে আছে, তাদের ক্ষুদে বার্তা দিয়ে এ তথ্য জানিয়েছে আইভিএসি।

শুক্রবার (৯ আগস্ট) পাঠানো আইভিএসির ক্ষু‌দে বার্তায় বলা হয়, ‘প্রিয় আবেদনকারী, শিগগিরই আইভিএসি সীমিত কার্যক্রম পুনরায় শুরু করবে। পাসপোর্ট সংগ্রহের জন্য এসএমএস পাবেন।’

উল্লেখ্য, গত বুধবার (৭ আগস্ট) রা‌তে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি।

আইভিএসির ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ