ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ময়লা পরিষ্কারে খালে নামলেন মেয়র আতিক

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০০

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এত অংশগ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক কর্মী। তাদের সঙ্গে খালে নেমে পড়েছেন মেয়র আতিকুল ইসলামও।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক কর্মীর সঙ্গে গ্লাভস পরে খাল পরিষ্কারে অংশ নেন মেয়র আতিক।

তিনি বলেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে। তা না হলে তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে না। তাই খালের দুই পাড়ের বাসিন্দাদের সচেতন করতেই পরিষ্কার কার্যক্রম চলছে। পাশাপাশি যারা খালের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করা হচ্ছে। উত্তর সিটির আয়োজনে খাল পরিষ্কার কার্যক্রম আরও জোরদার হবে। সেই সঙ্গে খালের দু-পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

এর আগে, বছিলা পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের ‘কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব’ শপথবাক্য পাঠ করান ডিএনসিসি মেয়র।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ