ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল 

প্রকাশনার সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে প্রায় এক ঘণ্টা ধরে মেট্রোরেলের চলাচল বন্ধ রয়েছে।

মআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মেট্রোরেলের একটি ট্রেনের অটোমেটিক ডোরে সমস্যা দেখা দিয়েছে। দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে উত্তরা উত্তর স্টেশনে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেট্রোর চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেট্রার অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছে না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়েছে। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেছেন। জোরপূর্বক দরজা টেনে খুলে রেখেছেন অনেকক্ষণ। ট্রেন অপারেটর চেষ্টা করেছেন বন্ধ করার। কিন্তু বন্ধ করতে পারেননি। এ কারণে সিগন্যাল লস করেছে। সিগন্যাল না পাওয়ায় দরজা খুলছে না।

আরিফুল আলম নামে এক যাত্রী বলেন, এবার ভোগান্তির আরেক নাম হয়ে উঠছে মেট্রোরেল। পল্লবীতে ৯০ মিনিট ধরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ