ঢাকা, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫

ঢাকায় হয়ে গেল চীনা বসন্ত উৎসব

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৪৫

বিচিত্র পরিবেশনায় ঢাকায় হয়ে গেল চীনা বসন্ত উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চীন দূতাবাসের যৌথ আয়োজনে ‘ভয়েসেস অব স্প্রিং: গোল্ডেন ড্রিমস’ শীর্ষক এ উৎসব অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। চীনের নতুন বর্ষ উদযাপন উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রদূত, সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মণি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও চীনের নতুন বর্ষ বরণ উপলক্ষ্যে দুই দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। জাঁকজমকপূর্ণ আয়োজন উপভোগ করেন অতিথি ও দর্শকরা। চীনা শিল্পীদের অ্যাক্রোবেটিক পরিবেশনার সঙ্গে উৎসবে ভিন্ন মাত্রা যুক্ত করেছিল বাংলাদেশের শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বসন্তের মাধ্যমে চীনা বর্ষপঞ্জির শুরু হয়। সীমানা পেরোনো সে আয়োজনটি নানা দেশের পাশাপাশি হচ্ছে বাংলাদেশেও। এ উৎসবের মাধ্যমে চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে আরও বেশি গুরুত্ববহ হবে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ