ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ বন্ধ হয়ে গেল মেট্রোরেল

প্রকাশনার সময়: ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:১১

যাত্রী নিয়ে সরণি স্টেশনে ১০ মিনিটের বেশি সময় আটকে ছিল মেট্রোরেল। চালুর পরে থেকেই একের পর কারিগরি ত্রুটি ও অব্যবস্থাপনায় ভুগছে মেট্রোরেল।

ফার্মগেট থেকে উত্তরাগামী মেট্রোরেলটি মঙ্গলবার (১৬ জানুয়ারি) ১২টা ২০ মিনিটে বিজয় সরণি স্টেশনে এসে আটকে যায়। ১২টা ৩১ মিনিটের দিকে মেট্রোরেলটি পুনরায় যাত্রা শুরু করে।

এ মেট্রোরেলে আটকে পড়া কর্মজীবী আবুল হাসনাত বলেন, ফার্মগেট থেকে ১২টা ২০ মিনিটে লাস্ট ট্রেন ধরি। এই ট্রেন ২ মিনিটের মধ্যে বিজয় সরণি এসে প্রায় ১০ মিনিট আটকে ছিল। ১০ মিনিট পর আবার চলা শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, মেট্রোরেলে কারিগরি ত্রুটির কারণে এটি হয়েছে। দ্রুতই ঠিক করা হবে। মেট্রোরেল এ দেশে নতুন, এ জন্য আমাদের সামনে এসব চ্যালেঞ্জ আসছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ