ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৪, ২৩:০৮

দেশের বাজারে তিন দফা বাড়ার পর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। তাতে ভরিপ্রতি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকায় দাঁড়িয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন করে এ ধাতুর দাম নির্ধারণের কথা বলা হয়েছে সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) দেয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। কাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ৫৪০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩১৮ টাকা কমিয়ে ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ২৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা করা হয়েছিল।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ