ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির তিন নেতাকে অব্যাহতি

প্রকাশনার সময়: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫০

নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন, হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির, এবং যুগ্ম-সম্পাদক আকরাম উদ্দিন রনি।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান সই করা চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির ও আকরাম উদ্দিন রনি।

বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান সই করা চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনারা নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।’

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়ে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু নেতা অন্যায় অত্যাচারের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এছাড়া আগামি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে থাকা নিয়ে অনেকে দলীয় কোন্দলের শিকারও হচ্ছেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ায় তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ