ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আ.লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, মুহুর্মুহু স্লোগান

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৪, ১১:২৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ১১:৪৭

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো বিক্ষোভ করছেন বিএনপির ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আজ রোববার (১০ নভেম্বর) আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা গেছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেবেন।

সন্দেহজনক কয়েকজনকে বিএনপির নেতাকর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাদের থানায় নিয়ে গেছে পুলিশ।

বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। বিজিবির সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া বিজিবির গাড়ি টহল দিচ্ছে।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীর। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও দুপুরের দিকে সেখানে জড়ো হওয়ার কথা রয়েছে।

শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে রোববার বিকেলে রাজধানীর গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। বিপরীতে একই দিনে ওই স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ