ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি’ 

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৪, ১৪:২৭

শুধু নির্বাচনের জন্যই এ ২ হাজার মানুষ জীবন দেয়নি। শেখ হাসিনাকে ১৬ বছরে বড় বড় দল টনক নাড়াতে পারেনি। গুটি কয়েক মানুষের আন্দোলনে শেখ হাসিনা পালায়নি, দেশের মানুষের আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়েছেন।

আজ শনিবার (৯ নভেম্বর) সকালে সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুথানে শহীদ পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি।

এ সময় সংবিধান সংস্কারের প্রশ্নে সারজিস আলম বলেন, ‘যে সংবিধান এ দেশের মানুষকে পাঁচ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি সে সংবিধানের সংস্কার করতে হবে।’

জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পৃক্ত সিস্টেমগুলো সংস্কার করে যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে যাওয়া উচিত। বিগত সরকারের সবচেয়ে ব্যর্থ সিস্টেম হলো নির্বাচন কমিশন।

এর আগে সকাল দশটায় জেলা প্রশাসন কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানে নিহত ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এতে ১৮টি পরিবারকে ৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এসময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাইবুব স্নিগ্ধসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন নিহতদের পরিবার।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ