ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

সেনাবাহিনীর উপহার পেল দীঘিনালায় আশ্রয়হীন ৯ পরিবার

প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২৪, ২০:২৭

খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ০৯টি পরিবারের মাঝে নবনির্মিত বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সুবিধাভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল ওমর ফারুক, পিএসসি। এর আগে তিনি নবনির্মিত ঘরের সুবিধাভোগীদের নিয়ে ফিতা কেঁটে উদ্বোধন করেন।পরে তিনি নব- নির্মিত ঘর পরিদর্শন করেন।

এ সময় দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন হাসনাইন আলভী, অনাঃ লেঃ আব্দুল মান্নান, ওয়ারেন্ট অফিসার হারুন-অর-রশীদ উপস্থিত ছিলেন।

ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ঢাকা চ্যাপ্টার) অর্থায়ন ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি ২০৩ পদাতিক বিগ্রেডের আওতাধীন ৪ইস্ট বেঙ্গল- দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় গেল বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয়হীন ০৯টি পরিবারকে ঘর নির্মান করে দেওয়া হয়।

সুবিধাভোগীরা হলেন - উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি গ্রামের সুকান্ত চাকমা (৩০), ভৈরফা নয়া পাড়া গ্রামের কালাইয়া চাকমা (৪৫), জগদীশ পাড়ার বাসিন্দানবিপুল বালা (৬০), জামতলীর বাসিন্দা মাফিয়া খাতুন (৬০), বোয়ালখালী ইউনিয়নের কাঠালতলির বাসিন্দা মিজানুর রহমান (২৬), পুরাতন বাজারের বাসিন্দা নজরুল ইসলাম (৬০) ও দুলু বেগম (৫৫), কবাখালী ইউনিয়নের হাচিন সন পুর গ্রামের বাসিন্দা নুর আলম (৫৫) ও বাবুছড়া ইউনিয়নের অরুনা চাকমা (২৭)।

সুবিধাভোগী সুকান্ত চাকমা ও নজরুল ইসলাম জানান, গেল বন্যায় আমাদের ঘর বাড়ি সহ সবকিছু নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এরপর থেকে পরিবার নিয়ে আশ্রয়হীন হয়ে পড়ি, সেনাবাহিনীর আমাদের পরিবারের মাথাগুজার ঠাই করে দিয়েছে। এসময় সুবিধাভোগীসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কার্বারীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় অসচ্ছল পরিবারগুলোর নতুন আশ্রয়ের ব্যবস্থা হয়েছে। ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ঢাকা চ্যাপ্টার) এর অর্থায়নে ও দীঘিনালা সেনা জোনের সহযোগিতায় ঘরগুলো নির্মান করা হয়েছে।

এ সময় তিনি অর্থ প্রদানকারী ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সেনাবাহিনী নিয়মিত কাজের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সুখে-দুঃখে অতীতের ন্যায় ভবিষ্যৎও পাশে থাকবে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ