ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

আনিসুল-সালমান-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেপ্তার ৫

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৪৪

রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পৃথক হত্যা মামলায় সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তাদের গ্রেপ্তারের আদেশ দেন। গ্রেফতারির পর, বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে গ্রেপ্তার দেখানোর শুনানি জন্য আসামিদের আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার দেখানোর মামলার মধ্যে রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার একটি করে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং মিরপুর থানার একই মামলায় সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া ব্যারিস্টার সুমনকে রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় এবং লালবাগ থানার একটি হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ