ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা মহানগরসহ ১০ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৫ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিসহ দশ জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনুল হককে আহ্বায়ক করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোস্তাফিজুর রহমান সেগুনকে যুগ্ম আহবায়ক, এস এম জাহাঙ্গীরকে যুগ্ম আহ্বায়ক, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে যুগ্ম আহ্বায়ক, আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক (দপ্তর) ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ