ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুতুলকে ছাড়া ডব্লিউএইচওর সঙ্গে কাজ করতে চায় সরকার

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৫৭

শেখ হাসিনার কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে কিছু অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাথে সরাসরি কাজ করতে চায় সরকার। এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠিও দেয়া হয়েছে। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক দল নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা রাজনৈতিক সরকার নই। তাই কোন দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে সরকার।

এদিকে উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। অপরাধের বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। এ সময় আগামী দুই-একদিনের নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গেজেট প্রকাশ হবে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ