মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

সাবেক সংসদ সদস্য জ্যাকব গ্রেপ্তার 

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১০:৪৩

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভার থানার মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে রাজধানীর লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্যাকব গত ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি। তাকে কোন কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে পরে সেই সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে মামলা করা হয়। ১২ সেপ্টেম্বর মামলাটি করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ